সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে।
বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন অনূর্ধ্ব ২৬ বছর বয়সি ব্যক্তিদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে পদার্থবিদ্যা কিংবা রসায়নে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও প্রশিক্ষণ পাবেন। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
যে সমস্ত ট্রেডে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— ফিটার, মেশিনিস্ট, অয়্যারম্যান, ইলেক্ট্রনিক্স মেকানিক, মেকানিক, প্লাম্বার, কারপেন্টার এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৪ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন।মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নিযুক্তদের ৭,৭০০ টাকা থেকে শুরু ৯,০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তামিলনাড়ুর দফতরে দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তামিলনাড়ুর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১১ নভেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy