ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল)-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় স্থায়ী মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
সংস্থায় নিয়োগ হবে ওয়েল্ডার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০। তবে এর জন্য প্রার্থীদের ‘কোম্পানি কস্ট’-এর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা ইন্ডিয়ান বয়লার রেগুলেশান (আইবিআর) সার্টিফিকেশন সম্পূর্ণ করতে পারে। এর পর তাঁদের ওয়েল্ডার হিসাবে সংস্থায় নিয়োগ করা হবে।
প্রাথমিক ভাবে, নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পর শর্তসাপেক্ষে আরও এক বছর এই মেয়াদ বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথমে বিহারের জগদিশপুরে পোস্টিং দেওয়া হলেও পরবর্তীকালে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা হতে পারে।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বেতন হবে মাসে ১৫,০০০ টাকা। এর পর প্রশিক্ষণ শেষ হলে বেতনের পরিমাণ বেড়ে হবে মাসে ৪২,৫০০ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
আবেদনকারীদের ওয়েল্ডার ক্ষেত্রে আইটিআই কোর্স সম্পূর্ণ করার শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটের। এ ছাড়া দু’বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ২৫০ টাকা। এর পর সমস্ত আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ১৫ এবং ২৩ নভেম্বর। এর পর সংশ্লিষ্ট পদে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy