একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। সম্প্রতি সংস্থার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জানাতে হবে অনলাইনে।
অফিসার এবং জুনিয়র অফিসার নিয়োগ করা হবে। ট্রাভেল, কালেকশন, কাস্টম অপারেশন্স বিভাগে নিয়োগ হবেন আগ্রহীরা। শূন্যপদ রয়েছে ছ’টি। কর্মস্থল হবে দিল্লি, হায়দরাবাদ ও তিরুঅনন্তপুরমে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বিভাগ অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে, ট্রাভেল বিভাগে নবাগতেরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মুল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৮ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।