বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ (নন মেডিক্যাল) নেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রাণীবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রথমে এক বছর প্রকল্পটিতে কাজের সুযোগ পাবেন আগ্রহীরা। প্রয়োজন অনুযায়ী তিন বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্স্ট ক্লাস-সহ প্রাণিবিদ্যা/ বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে, যাঁরা বর্তমানে সেল কালচার টেকনিকস, ইমিউনোলজিক্যাল টেকনিকস কিংবা বায়োইনফরমেটিক্স নিয়ে পিএইচডি করছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর অন্তত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় জানা প্রয়োজন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।