রাজ্য সরকারি হাসপাতালে কাজের সুযোগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের
এন্ডোক্রিনোলজি বিভাগে রিসার্চ সায়েন্টিস্ট প্রয়োজন। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, ফার্মাসির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন এক জনকে কাজের জন্য বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
প্রার্থীদের ডিএনএ এক্সট্র্যাকশন কিংবা সমতুল্য বিষয়ে ন্যূনতম চার বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, গবেষণার জন্য ব্যবহৃত জীবজন্তুদের নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তী কালে কাজের নিরিখে ওই মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। আবেদনের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে স্নাতকোত্তর প্রার্থীদের বেছে নেওয়া হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৫৬,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রও থাকা প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জেনে নিতে হাসপাতালের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।