ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ প্রতিষ্ঠানে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। ইনস্টিটিউট ফর সিস্টেমস স্টাডিজ় অ্যান্ড অ্যানালিসিসে মোট ১০টি শূন্যপদ রয়েছে। ওই প্রতিষ্ঠানেই নিযুক্তদের এক বছরের প্রশিক্ষণ চলবে।
কম্পিউটার সায়েন্সে স্নাতক কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের শিক্ষানবিশ হিসাবে বেছে নেওয়া হবে। ২০২২ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে যাঁরা স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, শুধুমাত্র তাঁদের আবেদনই এই ক্ষেত্রে গ্রাহ্য হবে। তবে, যাঁরা এর আগে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন না।
আরও পড়ুন:
-
জল এবং পরিবেশ রক্ষায় বিশেষ গবেষণা, অনুদান দিলেন প্রবীণ প্রাক্তনী
-
ডিআরডিও অধীনস্থ প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?
-
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি, কোন পদে হবে নিয়োগ?
-
ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, কোন কোন পদে হবে নিয়োগ?
প্রতি মাসের ভাতা হিসাবে ৮ থেকে ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। আবেদনের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত করে নেওয়া আবশ্যক।
এর পরে আগ্রহীরা ইমেল মারফত জীবনপঞ্জি, নাম নথিভুক্তকরণের প্রমাণপত্র এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে হবে।