এমস দিল্লিতে কর্মখালি। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন। তাঁদের চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য উল্লিখিত পদে কাজ করতে হবে। মোট শূন্যপদ চারটি।
মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার বিভাগের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের সোশ্যাল ওয়ার্ক কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও পূর্বে কমিউনিটি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৮ হাজার টাকা মিলবে।
আরও পড়ুন:
ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিভাগের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কাজের জন্য মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে উল্লিখিত বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক ২০ হাজার টাকা।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। সঙ্গে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।