ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে এক জন প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন।
প্রাথমিক ভাবে মোট ছ’মাসের চুক্তিতে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস-এর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। প্রকল্পের নাম “(মাইক্রো) বায়োলজি অফ দ্য অ্যাবিস: ইকুই প্রেসার স্যাম্পলিং, অ্যান্ড বায়ো-ডাইভার্সিটি কোয়ান্টিফিকেশন।”
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। কিংবা বিজ্ঞান শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে ইলুমিনা সিকোয়েন্সিং কেমিস্ট্রি নিয়ে কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তকে প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ মার্চ আইআইএসইআরের নদিয়ার ক্যাম্পাসে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।