বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এমন ব্যক্তিদের জন্য কাজের সুযোগ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) দিল্লির দফতরে এমন প্রার্থীদের সায়েন্টিস্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
সায়েন্টিস্ট পদে বিজ্ঞান শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে এন্ডোক্রিনোলজি বিষয়ে পূর্বে ন্যূনতম তিন বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যদিও, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এবং উল্লিখিত বিষয়ে অন্তত তিন বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে ন্যাচারাল, এগ্রিকালচারাল সায়েন্সেস বা ভেটেরিনারি সায়েন্সেস অথবা ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে ন্যূনতম দু’বছর গবেষণার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোলজি বিষয়ে এমফিল সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্তদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। ওই বিভাগের নিয়মানুসারে নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর এবং সায়েন্টিস্ট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের সরাসরি এমস দিল্লির এন্ডোক্রিনোলজি বিভাগে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠাতে পারেন। ১৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।