দ্বাদশের ভূগোলের পাঠ্যক্রমে একাধিক প্র্যাকটিক্যাল বিষয় সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, জিয়োগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার এবং প্রয়োগ, রিমোট সেন্সিং, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এবং ফিল্ড রিপোর্ট। রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানের জন্য আলাদা করে প্রশিক্ষণও চলছে। এরই সঙ্গে, জিয়োগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার এবং প্রয়োগ, সার্ভেয়িং টেকনিক্সের খুঁটিনাটি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজের ভূগোল বিভাগ।
সংশ্লিষ্ট কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সৌরভ সেনগুপ্ত জানিয়েছেন, এই বিশেষ কর্মশালাটি উচ্চ মাধ্যমিকের ভূগোলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য করানো হবে। কারণ নতুন করে প্র্যাকটিক্যালের পাঠ্যক্রমে যে বিষয়গুলি যোগ করা হয়েছে, তা পড়ুয়াদের শেখানোর জন্য নিয়মিত চর্চা এবং সঠিক প্রশিক্ষণের প্রয়োজন। কলেজের ভূগোল বিভাগের কাছে বিভিন্ন স্কুলে কর্মরত ভূগোলের শিক্ষক-শিক্ষিকারা সংশ্লিষ্ট বিষয়টি শেখানোর প্রস্তাব করেন। সেই কারণেই থিয়োরি ক্লাসের পাশাপাশি, ফিল্ডে নেমে হাতে কলমে সংশ্লিষ্ট বিষয়টি শেখানো হবে।
আরও পড়ুন:
তবে, উল্লিখিত বিষয়ে প্র্যাকটিক্যাল প্রশ্ন কেমন হতে পারে, তা নিয়েও অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।এই কর্মশালায় যে কোনও কলেজের ভূগোলের অধ্যাপক, কিংবা ওই বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। সকলকেই ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন জমা দিতে হবে।
২২ মার্চ বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজের ভূগোল বিভাগে এই কর্মশালাটি হতে চলেছে। আগ্রহী শিক্ষক-শিক্ষিকারা কর্মশালায় অংশগ্রহণের জন্য ১৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জানানোর সুযোগ পাবেন। বিভাগের অধ্যাপকেরাই ক্লাস করাবেন। পাশাপাশি, রিসোর্স পার্সন হিসাবে থাকবেন বিধাননগর গভর্নমেন্ট কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর দুলালচন্দ্র দাস। আবেদনের বিষয়ে সরাসরি জেনে নিতে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজের ভূগোল বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।