প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে উল্লিখিত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ একটি। নিযুক্তকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চে কাজ করতে হবে।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩৫ বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের লাইফ সায়েন্সেস শাখার যে কোনও একটি বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
প্রাথমিক ভাবে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিযুক্ত ব্যক্তিকে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিনই আবেদন জমা দিতে পারবেন। ইন্টারভিউ হবে ২১ মার্চ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।