লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের জন্য কাজের সুযোগ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) দিল্লির দফতরে এমন প্রার্থীদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে মলিকিউলার বায়োলজি বিষয়ে পূর্বে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
যদিও, এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে উভয় ক্ষেত্রেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
নিযুক্তকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। ওই বিভাগের নিয়মানুসারে নিযুক্তদের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭২,৮০০ টাকাবরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের সরাসরি এমস দিল্লির ঠিকানায় ডাকযোগে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠাতে পারেন। ১৪ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।