ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। সংস্থায় চুক্তির ভিত্তিতে মাইনিং মেট, ব্লাস্টার এবং ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮২।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত মাইনিং মেট, ব্লাস্টার এবং ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার-এর শংসাপত্র থাকা প্রয়োজন। উল্লিখিত পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়স:
পদের নিরিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পারিশ্রমিক:
নিযুক্ত ব্যক্তিরা ২৮,৭৯০ টাকা থেকে ৪৫,৪৮০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
লিখিত পরীক্ষা কিংবা ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারেন। ওই আবেদনপত্র ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ঝাড়খণ্ডের দফতরের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy