Advertisement
০২ নভেম্বর ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Election: অনুব্রত হাজিরা দিচ্ছেন না নিজাম প্যালেসে, সিবিআইয়ের কাছে কিছু দিন সময় চাইলেন কেষ্ট

শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে নোটিস ধরায় আয়কর দফতর। নোটিস পাঠানো হয় তাঁর কয়েক জন আত্মীয়কেও। সোমবার কেষ্টকে ফের তলব করা হয়।

অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১০:২৯
Share: Save:

গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না বলেই জানা গিয়েছে।

এই বিষয়ে অনুব্রতর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করা হলেও সিবিআই সূত্রে খবর, অনুব্রত সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি অসুস্থ। বাইরে করোনার প্রকোপ। এই অবস্থায় তাঁকে যেন ২ সপ্তাহ সময় দেওয়া হয়। অনুব্রতর নিরাপত্তরক্ষী সহেগল হোসেন (সাইকেল) সিবিআইকে জানিয়েছেন, তাঁর বাড়িতে পরিবারের কয়েক জন সদস্য করোনা-আক্রান্ত। তাই তিনিও ২ সপ্তাহ সময় চেয়েছেন বলে খবর। প্রসঙ্গত অনুব্রতর সঙ্গে তাঁর নিরাপত্তরক্ষীকেও তলব করেছিল সিবিআই।

তবে অন্য একটি সূত্রে খবর, এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকতে পারে। সোমবারই মিনার্ভা থিয়েটারে মমতা অনুব্রতকে যেতে নিষেধ করেন। তিনি বলেন, ‘‘২৯-এ ওদের ওখানে ভোট। আমি বলে দিয়েছি, একদম যাবি না। স্ট্রেট বলবি, ইলেকশন প্রসিডিউর ওভার হবে। তার পর যাব।’’ সেই কারণেই হয়তো নিজাম প্যালেসে হাজিরা এড়ালেন কেষ্ট।

এর আগে, শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে নোটিস ধরায় আয়কর দফতর। নোটিস পাঠানো হয় তাঁর কয়েক জন আত্মীয়কেও। আয়কর দফতরের আধিকারিকদের অভিযোগ, আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে অনুব্রতর। এর পরেই কেষ্টকে তলব করে সিবিআই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE