উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি।
বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরি করা হবে। হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ সিংহের সমর্থনে বৈদ্যবাটির ডিএস পার্ক মাঠে বৃহস্পতিবার জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই এ কথা বলেছেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে কী কী করা হবে, সে কথাও বৈদ্যবাটির জনসভা থেকে জানিয়েছেন যোগী।
মেয়েদের পড়াশোনার জন্য বিজেপি সরকার কী কী সুবিধা দেবে, সে বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছেন যোগী। বলেছেন, ‘‘কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে। মেয়েদের জন্য গণপরিবহনেও কোনও খরচা লাগবে না।’’ এর পরই তাঁর নিজের রাজ্যের ঢঙে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরির কথা ঘোষণা করেন তিনি। বলেন, ‘‘বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’।’’
যদিও তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছন, ‘‘যোগী আদিত্যানাথরা যত বেশি এ রাজ্যে এসে এ সব কথা বলবেন, ততই রাজ্যে তাঁদের গ্রহণযোগ্যতা এবং ভোট কমবে। যোগী যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে প্রতি ১৬ মিনিটে এক জন নাবালিকা নিগৃহীত হয়। আগে সেৃগুলি আটকানোর ব্যবস্থা করুন উনি। তার পর বাংলার কথা ভাববেন।’’
এই জনসভা থেকে দেশ জুড়ে বিজেপি সরকারের সাফল্যের কথাও তুলে ধরেছেন যোগী। বলেছেন, ‘‘আমরা যা বলি তা করি।’’ রাম মন্দির নির্মাণ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, ‘‘তৃণমূল-সহ অন্য দল রামমন্দিরের বিরোধিতা করে এসেছেন। কিন্তু মোদীজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন।’’ কাশ্মীরে আতঙ্কবাদ মেটানোর প্রতিশ্রুতি মোদী-শাহের সরকার পালন করেছে বলেও দাবি তাঁর। বলেছেন, ‘‘কংগ্রেস যে অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করেছিল, তা ফিরিয়ে দিয়েছে বিজপি-র সরকার। এখন চাঁপদানির লোকও কাশ্মীরে জমি কিনে থাকতে পারেন।’’ নিজের বক্তৃতায় গো-হত্যা, সিএএ আন্দোলন, দুর্গাপুজো বন্ধের মতো বিষয়গুলিও নিজের ঢঙে তুলেছেন বিজেপি-র ‘পোস্টার বয়’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy