Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: চৈত্রে বাবার থানে মোদী, তৃতীয় দফার তারকেশ্বরে ‘স্বপন’ সম্ভবের লক্ষ্যে পদ্ম-সেনাপতির সভা

ভোট বাংলায় এ বার বাবা তারকনাথের শরণ নিতে চলেছেন মোদী। প্রচার করবেন দলের ‘বিদ্বজ্জন’ প্রার্থী স্বপন দাশগুপ্তের জন্য।যেতে পারেন মন্দির দর্শনে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৩:৫৫
Share: Save:

চৈত্রে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ এপ্রিল মানে ১৭ চৈত্র ভোট প্রচারে বাবার থানে সভা করবেন তিনি। হিন্দু বিশ্বাস মতে শ্রাবণের মতো চৈত্রও শিবের মাস। গোটা মাস জুড়ে বাংলায় চলে শিব আরাধনা। বিশেষ করে হুগলি ও আশপাশের জেলার মানুষের ভিড় জমে তারকেশ্বরে। আর চৈত্র সংক্রান্তি পর্যন্ত শহরে, গাঁয়ে ‘বাবা তারকেশ্বরের চরণের সেবা লাগে’ হাঁক শোনা যায়। ভোট বাংলায় এ বার বাবা তারকনাথের শরণ নিতে চলেছেন মোদী। প্রচার করবেন দলের ‘বিদ্বজ্জন’ প্রার্থী স্বপন দাশগুপ্তের জন্য। সেই সঙ্গে তারকেশ্বর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারেন তিনি। দর্শন করতে পারেন দুধ পুকুর। তবে মোদীর কর্মসূচি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ওই দফার ৩০ আসনের মধ্যে রয়েছে ‘ভিআইপি’ নন্দীগ্রাম। বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে ওই দিন মোদী থাকবেন বাংলায়। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার কথা মোদীর। একদিন বাদ দিয়ে ফের ৩ তারিখ রাজ্যে আসবেন তিনি। সেই সফরে আপাতত একটি সভাই ঠিক রয়েছে। সেটি হবে হুগলির তারকেশ্বরে।

এই আসনের বিজেপি প্রার্থী ‘পদ্মভূষণ’ স্বপন সদ্যই রাজ্যসভা মনোনীত সদস্যের পদ ছেড়েছেন। বাম জমানায় বরাবার মার্ক্সবাদী ফরোয়ার্ড ব্লকের হাতে ছিল এই আসন। কিন্তু ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয় পান তৃণমূলের রচপাল সিংহ। প্রাক্তন আইপিএস কর্তা এ বার টিকিট পাননি। তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন রমেন্দু সিংহ রায়। এই আসনটি আরামবাগ লোকসভা এলাকার মধ্যে পড়ে। গত লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র ১,১৪২ ভোটের ব্যবধানে তৃণমূলের অপরূপা পোদ্দারের কাছে পরাজিত হয়েছিল আরামবাগে। বিজেপি সবচেয়ে বেশি ব্যাবধান কমায় পুরশুড়া বিধানসভা এলাকা থেকে। তবে তারকেশ্বরে প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে থেকেই লড়াই স্বপনের। তাই রাজ্য বিজেপি-র পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও তারকেশ্বরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

হুগলি জেলায় এটাই মোদীর প্রথম নির্বাচনী সভা নয়। এর আগে হুগলি লোকসভা এলাকার সাহাগঞ্জে সভা করে গিয়েছেন। ফের আসছেন জেলায়। তৃতীয় ও চতুর্থ দফায় নির্বাচন এই জেলায়। গত লোকসভা নির্বাচনে এই জেলার একটি আসনেই জয় পায় বিজেপি। কিন্তু বিধানসভা এলাকা হিসেবে ধরলে ‘সুবিধাজনক’ জায়গায় আরামবাগ ও শ্রীরামপুর লোকসভার বেশ কয়েকটি আসনে। সেই হিসেবে ভিত্তি রেখেই হুগলি থেকে ভাল ফলের লক্ষ্য নিয়েছে বিজেপি। গেরুয়াশিবির সূত্রে খবর, তৃতীয় ও চতুর্থ দফার ভোটগ্রহণের আগে মোদী আরও একটি সভা করতে পারেন এই জেলায়। সেই সঙ্গে অমিত শাহ, জেপি নড্ডা এবং যোগী আদিত্যনাথের একাধিক সভা ও রোড-শো হবে হুগলিতে।

অন্য বিষয়গুলি:

BJP Narendra Modi West Bengal Hooghly West Bengal Assembly Election 2021 tarakeswar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy