ফরওয়ার্ড ব্লকে প্রার্থী-তরজায় ইস্তফা ১০ নেতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রার্থী নিয়ে দলের মধ্যে বিরোধের জেরে ভোটের মুখে পদ থেকে ইস্তফা দিলেন ফরওয়ার্ড ব্লকের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর ১০ জন সদস্য। কলকাতায় শ্যামপুকুর আসনের প্রার্থী বাছাই নিয়ে এই বাম শরিক দলের অন্দরে টানাপড়েন এখন চরমে। দলের ১৪ সদস্যের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী আলোচনা করে যে প্রার্থীর নাম সুপারিশ করেছিল, রাজ্য নেতৃত্ব তা মানেননি। প্রথমে কেশব ভট্টাচার্যকে প্রার্থী করেও পরে আবার বদল করে পিয়ালি পালের নাম ঘোষণা করা হয়েছে। তাতেও সঙ্কট কাটেনি। তারই জেরে শ্যামল কানুনগোর নেতৃত্বে জেলা সম্পাদকমণ্ডলীর ১০ জন সদস্য একসঙ্গে চিঠি লিখে পদত্যাগ করেছেন। তবে পদ ছাড়লেও তাঁরা বাম ও গণতান্ত্রিক জোটের প্রার্থীদের সমর্থনে ভোটে কাজ করবেন বলে জানিয়েছেন।
ফব-র ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক বরুণ মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে পদত্যাগীরা অভিযোগ করেছেন, সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলেই নেতারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন! কলকাতায় বন্দর আসনটি যে তাঁরা লড়তে চেয়েছিলেন, সে কথাও জানানো হয়েছে চিঠিতে। বরুণবাবু অবশ্য বৈঠকে ব্যস্ত থাকার কারণে এই নিয়ে মন্তব্য করতে চাননি। একই ব্যস্ততার কথা বলে মুখ খুলতে চাননি ফ ব-র কলকাতা জেলা সম্পাদক জীবন সাহাও।
তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার আন্ধারিয়ার কেল্লা এলাকার তৃণমূল কর্মী সইফুল শেখের বাড়িতে দু’টি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমার মশলা মিলেছে। পুলিশ জানিয়েছে সইফুল ফেরার। সইফুল এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। তৃণমূল কর্মীদের কথায়, প্রার্থী গোপাল মাঝির ঘনিষ্ট সইফুল। তবে কুলতলির তৃণমূল প্রার্থী গোপাল মাঝি জানান, সইফুল তাঁর পরিচিত নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল নেতার বাড়িতেই অস্ত্রসম্ভার। কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হয়েছে বলে অস্ত্র উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের চোখে কিছুই ধরা পড়ে না।’’
গ্রেফতারে গড়িমসি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা ছাড়ার ১০ দিন পরেও অর্ধেকের বেশি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়নি। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার দিব্যেন্দু সরকার শুক্রবার জানান, এখনও ১৮ হাজার ৩৮৮টি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বলবৎ বাকি। মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী ১৫ মার্চ বলেছিলেন, ওই দিন পর্যন্ত ৩১ হাজারের বেশি রূপায়ণ করা বাকি আছে। দিব্যেন্দুবাবুর তথ্য অনুযায়ী কলকাতায় ১৩৮৪, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩০, মুর্শিদাবাদে ২৭১৩, পূর্ব মেদিনীপুরে ২২২৭, পশ্চিম মেদিনীপুরে ৯৮৫, উত্তর দিনাজপুরে ১৩০২, বীরভূমে ৩২২টি পরোয়ানা এখনও কার্যকর হয়নি।
নিরাপত্তা যাচাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী বিধানসভা ভোটের নিরাপত্তা খতিয়ে দেখতে ২৮ মার্চ ভিডিও-সম্মেলন করবেন পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে। তার আগে আজ, শনিবার রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ভিডিও-সম্মেলন করছেন উপনির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy