হলদিয়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি-কে একটি ভোটও নয়। এই বাংলায় বিজেপি-কে রুখতে হবে। শনিবার হলদিয়া থেকে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে দেশের সবচেয়ে বড় তোলাবাজ বলেও আক্রমণ করলেন তিনি। মমতা বলেন, “আমি যদি চুপ করে বসে থাকি বিজেপি এসে ঘরবাড়ি সব লুঠ করে নেবে। দখল করে নেবে। আপনাদের তাড়িয়ে দেবে।”
হলদিয়ায় কী বললেন মমতা—
• সিপিএমকে আপনারা ভোট দেবেন না। সিপিএমকে দেওয়া মানে বিজেপি-কে ভোট দেওয়া।
• গদ্দারদের স্তব্ধ করে দিন। জব্দ করে দিন।
• কিছু টেলিভিশন চ্যানেলকে ভয় দেখিয়ে, তাদের মালিকদের কিনে নিয়ে বলা হচ্ছে বিজেপি ৬৮ শতাংশ ভোট পাবে। আরে, আগে ৮ শতাংশ পেয়ে দেখা। সব মিথ্যা কথা বলা হচ্ছে টাকা দিয়ে।
• বিজেপি-কে বিদায় দিন, বাংলাকে শান্ত থাকতে দিন।
• ১ এপ্রিলে আপনারা প্রথম গোলটা মারবেন। এমন করে গোল মারবেন যে বিজেপি যেন একেবারে বোল্ড আউট হয়ে মাঠের বাইরে চলে যায়।
• দাঙ্গাকারী, দৈত্য, কৃষক হত্যাকারীদের চাই না।
• ধমকাতে এলে হাতা খুন্তি নিয়ে রুখে দাঁড়াবেন।
• ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে।
• আপানাদের জানিয়ে দিই, টাকা দিয়ে ভোট দেবেন না। ওটা আপনার আয়করের টাকা।
• কঙ্কাল কাণ্ডের মালিকরা এখন বিজেপি-তে।
• মেদিনীপুরে এক বার নয়, বার বার আসব।
• নন্দীগ্রাম মানে হলদিয়া, হলদিয়া মানেই নন্দীগ্রাম।
• আমাকে হলদিয়ায় আসতে দেওয়া হত না।
• আজ তৃণমূলকে তোলাবাজ বলছে, ওদের মত বড় তোলাবাজ আর কেউ নেই।
• যদি আমি ঘরে বসে থাকি, আপনাদের তাড়িয়ে দেবে, ঘরবাড়ি দখল করে নেবে।
• আমরা হলদিয়াকে উন্নত করার চেষ্টা করছি।
• দেশে তিনটে আইন করেছে। যা কৃষকদের জমি কেড়ে নেবে।
• বিজেপি লড়াই করতে পারে না। গণতন্ত্র মানে না। ওরা মানুষকে চমকায়, ধমকায়, ভয় দেখায়, মা-বোনেদের উপর অত্যাচার করে।
• আমি এনপিআর করতে দিইনি। করতে দেব না।
• বাংলার মানুষ বাংলায় থাকবে, বহিরাগত গুন্ডারা বাংলায় থাকবে না।
• পরিযায়ী শ্রমিকদের ট্রেনে বাসে করে ফিরিয়ে নিয়ে এসেছি।
• আমরা বলেছিলাম আমাদের টিকা দাও। দিল না।
• বিজেপি সবচেয়ে বড় তোলাবাজ।
• বিজেপি একটা জঘন্য দল। খুন করে, দাঙ্গা করে, ধর্ষণ করে। এমনকি বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়।
• বাংলায় বিজেপি-কে ঢুকতে দেওয়া হবে না।
• মোদী ভারতের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। কোন দিন বলবে হলদিয়া বন্দরও বিক্রি করে দাও।
• প্রতি বছর ৫ লক্ষ কর্মসংস্থান করব।
• ছাত্রছাত্রী যাঁরা মেধাবী তাঁদের জন্য ১০ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
• নবম শ্রেণিতে উঠলে পড়ুয়াদের বিনা পয়সায় সাইকেল পাবে।
• ১৮ বছর বয়সি বিধবাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে বিধবা ভাতা দেব।
• মা-বোনেদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আগামী মে থেকে হাতখরচের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে।
• তৃণমূল সরকারকে ভোট দিলে আগামী ২ মাস পর থেকে বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছে যাবে।
• কৃষকদের আগামী দিনে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
• কত লাশ এই হলদি নদীতে ভাসিয়ে দিয়েছে।
• হলদিয়া কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি করছি। আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।
• আপনারা জানেন হলদিয়া বন্দরের উন্নয়ন করছি। কারণ এখানে গভীর সমুদ্রবন্দর তাজপুর বন্দর তৈরি হবে। আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।
• এখানে হাসপাতাল উন্নত হয়েছে, ব্লাড ব্যাঙ্ক চালু হয়েছে। অজস্র বিনিয়োগ হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy