ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এ বার জোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম দীপা দাশমুন্সি। দু’জনেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুক্রবার।নির্বাচন কমিশনে জমা পড়েছে তাঁদের সম্পত্তির হিসেব। ভবানীপুরের এই দুই প্রার্থীকে নিয়েই রাজ্যবাসীর উৎসাহ তুঙ্গে। হলফনামায় কী জানালেন তাঁরা, জানতে আগ্রহী অনেকেই। মুখ্যমন্ত্রী হিসেবে বেতনটুকুও নেন না যে মমতা, তাঁর সম্পত্তির পরিমাণ এখন কত? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কী রকম? দেখে নিন:
হাতে নগদ
১৮৪৩৬ টাকা
হাতে নগদ
২০,০০০ টাকা
ব্যাঙ্কে গচ্ছিত
২৭,৬১,৪৩০.৫৬ টাকা
ব্যাঙ্কে গচ্ছিত
৮১,০৮,৮১০.০৭ টাকা
বন্ড-ডিবেঞ্চার
নেই
বন্ড-ডিবেঞ্চার
১,০০,০০০টাকা
এনএসএস-এ লগ্নি
১৮,৪৯০ টাকা
নন-ব্যাঙ্কিং লগ্নি
২৮,৮১৭.২০ টাকা
ব্যক্তিগত ঋণ
৫,১৮৮ টাকা
ব্যক্তিগত ঋণ
নেই
গাড়ি
নেই
গাড়ি
স্করপিও
গয়না
২৬,৩৮০ টাকা
গয়না
১০,০০,০০০
মাল্টি জিম
২,১৫০৮৮ টাকা
স্থাবর সম্পত্তি
নেই
মোট অস্থাবর সম্পত্তি
৩০,৪৫,০১২.৫৬ টাকা
মোট অস্থাবর সম্পত্তি
৯২,৫৭,৬২৭.২৭ টাকা
২০১৪-২০১৫ সালে মোট আয় ৫,৯২,৬৫৫ টাকা
আরও পড়ুন:
উল্টে দেবেন না তো! সূর্যকে হারানোর আবদার করেও শঙ্কিত তৃণমূল নেত্রী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy