রবিবার তৃতীয় ও চতুর্থ দফায় যথাক্রমে ২৭ ও ৩৬ জনের তালিকা ঘোষণা করল বিজেপি। যার মধ্যে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, স্বপন দাশগুপ্তের মতো বর্তমান সাংসদরা যেমন রয়েছেন, তেমনই প্রত্যাশা মতো রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো তৃণমূল থেকে বিজেপি-তে আসা নেতাদের তাঁদের পুরনো কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে। এক নজরে দেখে নিন, এই মোট ৬৩টি আসনে বিজেপি কাকে কোথায় টিকিট দিল।
কোচবিহারের ৯টি বিধানসভা আসনের মধ্যে রবিবার ৭টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। এর মধ্যে মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, তুফানগঞ্জে ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীরা জেতেন। কোচবিহার উত্তর আসনটি দখল করেছিল ফরওয়ার্ড ব্লক। ২০১৯-এ লোকসভা ভোটের নিরিখে আবার মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, দিনহাটা, তুফানগঞ্জে এগিয়ে ছিল বিজেপি। পিছিয়ে ছিল কোচবিহার উত্তর, শীতলকুচি কেন্দ্র ২টিতে।