এই ফোনেই কমিশন সম্পর্কে অবমাননাকর নির্দেশ আনোয়ারের।
গ্রেফতার করা হল তৃণমূল নেতা আনোয়ার খানকে। নজরবন্দি থাকা সত্ত্বেও আচমকা বেপাত্তা হয়ে গিয়েছিলেন কাশীপুরের এই তৃণমূল নেতা। কিন্ত দমদমের সেভেন ট্যাঙ্কস এলাকা থেকে অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চূড়ান্ত অবমাননাকর মন্তব্যে করেন আনোয়ার খান। ফোনে এক তৃণমূল কর্মীকে তিনি নির্দেশ দেন, ‘‘কমিশনকে মুহ্ পে জুতা মারো।’’ এই মন্তব্য শোনার পরই আনোয়ারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দেশ পেয়েই আনোয়ারকে গ্রেফতার করতে কাসীপুরে বাহিনী পাঠিয়ে দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কিন্তু কাশীপুরে গিয়ে আনোয়ারের খোঁজ মেলেনি। লালবাজার সূত্রে জানানো হয়, আনোয়ার পলাতক। নজরবন্দি থাকা অবস্থায় কী ভাবে বেপাত্তা হলেন তৃণমূল নেতা? এই ব্যর্থতা কার? আঙুল উঠতে থাকে কলকাতা পুলিশের দিকেই।
আরও পড়ুন:
‘কমিশন কে মুহ্ পে জুতা মারো’, বললেন তৃণমূল নেতা!
পুলিশ অবশ্য হাল ছাড়েনি। আনোয়ারের বিরুদ্ধে কঠোর দারায় মামলা রুজু হয়। তাঁর খোঁজও চলতে থাকে। অবশেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ দমদমের সেভেন ট্যাঙ্কস রোড থেকে আনোয়ার খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy