Advertisement
Back to
Abhishek Banerjee

শেষ দফায় ‘নয়ে নয় নিয়ে আশাবাদী, সারা বছর কাজ করেছি’, ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক

প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রসঙ্গেও মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মানুষের উপর বোঝা চাপিয়ে ধ্যান করা উচিত নয়।

image of Abhishek Banerjee

ভোটদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১১:২৭
Share: Save:

শেষ দফায় শনিবার বাংলার ন’টি আসনে ভোটগ্রহণ। এই ন’টি আসনে জয় নিয়ে তিনি আশাবাদী, ভোট দিয়ে বেরিয়ে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও জানালেন, সারা বছর কাজ করেছেন। গত বার লোকসভা নির্বাচনেও এই ন’টি আসনে জিতেছিলেন। এ বারও জয়ের বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, মানুষ ভোটবাক্সে কেন্দ্রের বঞ্চনার জবাব দেবেন। পরে তিনি এক্স (সাবেক টুইটার)-এও একই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রসঙ্গেও মুখ খুলেছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ। জানিয়েছেন, মানুষের উপর বোঝা চাপিয়ে ধ্যান করা উচিত নয়।

শনিবার সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সাংবাদিকেরা জানান, তাঁর আত্মবিশ্বাস শারীরী ভাষায় ফুটে উঠেছে। অভিষেক জানান, ৪ জুন, ভোটগণনার দিন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ আরও ভাল হবে। ওই দিন কথা হবে। শনিবার যে ন’টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে, সেগুলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিল তৃণমূল। অভিষেক জানিয়েছে, তিনি আশাবাদী যে, এ বারও ওই নয় আসনে জিতবে তৃণমূল। তাঁর কথায়, ‘‘নয়ে নয় নিয়ে আশাবাদী। আগের বারও জিতেছি। সারা বছর কাজ করেছি।’’

অভিষেক দাবি করেছেন, মানুষ ভোটবাক্সে কেন্দ্রীয় বঞ্চনার জবাব দেবেন। তিনি বলেন, ‘‘তিন মাস ধরে রাস্তায় ঘুরেছি, বুঝেছি মানুষের মোহভঙ্গ হয়েছে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। গরম তুলনামূলক কম। আমি আশাবাদী, বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা হয়েছে, তার জবাব মানুষ দেবেন। প্রতিফলন ৪ তারিখ দেখতে পাবেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে।’’ তিনি এ-ও বলেন, ‘‘শুধু শেষ দফার দক্ষিণের ন’টি আসন নয়, রাজ্যের সর্বত্র প্রতিফলন থাকবে। মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। এ সবের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন।’’ রাজ্যে তৃণমূলের ফল কী হবে? ‘ইন্ডিয়া’রই বা ফল কী হবে? অভিষেক জানিয়েছেন, সবটাই জানা যাবে ৪ জুন। সে দিন বিজেপির বিদায়ঘণ্টা বাজবে। গরিব-বিরোধী, কৃষক-বিরোধী সরকারের পতন হবে। এই প্রসঙ্গে বিজেপির দাবির কথা মনে করিয়েছেন সাংবাদিকেরা। অভিষেক পাল্টা বলেন, ‘‘গত বার লোকসভা নির্বাচনে ১৮ আসন পেয়েছিল বিজেপি। টেকনিক্যালি ২০টি আসন। এ বার তার নীচে গেলে দায়িত্ব কার? জিজ্ঞেস করুন। আগে ওরা বলেছিল ৩৫, তার পর দাবি করছে ২৫ আসন পাবে। এখন কেউ বলছে ২২ আসন পাবে। সব দেখা যাবে ৪ জুন। আপনাদের মুখোমুখি হয়ে কথা বলব।’’

কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘ঘর তৈরির টাকা আটকে, ১০০ দিনের কাজের টাকা আটকে, মূল্যবৃদ্ধি, সেখানে মানুষের উপর বোঝা চাপিয়ে ধ্যান করা ঠিক নয়। করদাতাদের উপর বোঝা চাপানো ঠিক নয়। ধ্যান করলে ঘরে করুন। আমার আপত্তি নেই।’’ এর পরেই তাঁর খোঁচা, ‘‘আমিও শনিবার ১০ মিনিট ধ্যান করেছি। আপনারা জানেন?’’ পাশাপাশি, অভিষেকের দাবি, বারাণসীতে গণতন্ত্রে কণ্ঠরুদ্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘‘বারাণসীতে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন জমা দিতে গেলে রিটার্নিং অফিসারের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এত আত্মবিশ্বাস থাকলে এ রকম কেন হবে? ভয় কেন? আপনার বয়সের অর্ধেক বয়সের একটি ছেলেকে মনোনয়ন দিতে দেননি। গত বছরও এ রকম হয়েছিল।’’

ভোটদানের পর মিঠুন শনিবার জানিয়েছেন, বিজেপি নেতৃত্বের নির্দেশ মেনে ৩০ মে তাঁর কাজ শেষ হয়েছে। এ বার তিনি ছবির কাজে যোগ দেবেন। রাজনীতি নিয়ে কথা বলবেন না। এই প্রসঙ্গে অভিষেকের খোঁচা, ‘‘মিঠুন হাওয়া বুঝে গেছেন। তাই ফিরে যেতে হচ্ছে।’’

শনিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। ফলাফল ঘোষণার পর কী পদক্ষেপ করা হবে, সেই নিয়ে আলোচনায় বসবেন জোটশরিকেরা। তবে বৈঠকে কেউ যাচ্ছেন না বলে জানিয়েছেন অভিযেক। তাঁর কথায়, ‘‘নেত্রী বলেছেন, ন’টি আসনে ভোট। আজ যাওয়া সম্ভব নয়। পরবর্তী কালে হলে নিশ্চয়ই যাব।’’

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Lok Sabha Election 2024 TMC Meditation PM Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy