Advertisement
E-Paper

‘দিলীপ কলিযুগের মহিষাসুর’, তৃণমূলের কীর্তির কটাক্ষ, ‘বধ হবেন দিদির টিমের কাছে’! তরজা

তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদ বনাম বিজেপির দিলীপ ঘোষের বাগ্‌‌যুদ্ধ চলছেই। শনিবার প্রচারে বেরিয়ে দিলীপের মন্তব্যে শোরগোলের মধ্যে শুরু হল নয়া বিতর্ক।

Dilip Ghosh and Kirti Azad

দিলীপ ঘোষ এবং কীর্তি আজ়াদ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৬:৫৫
Share
Save

মহিষাসুরের সঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তুলনা টানলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদ। এমনকি, ‘মানসিক রোগী’ বলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কটাক্ষ করলেন। এ নিয়ে নতুন তরজা শুরু হল তৃণমূল এবং বিজেপির।

শনিবার প্রচারে বেরিয়ে পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ। সেখানে পুরোহিতের কাছে আশীর্বাদ চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে তিনি বলেন, ‘‘মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।’’ এ নিয়ে শোরগোলের মধ্যেই শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভার মন্তেশ্বরে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি ‘কলিযুগের মহিষাসুর’ বলে কটাক্ষ করলেন দিলীপকে। তাঁর কথায়, “এমন মহিষাসুরকে বিজেপির লোক হাসপাতালে পাঠাক। না পাঠালে আমরা তৃণমূল কর্মীরা চাঁদা তুলে হাসপাতালে ওঁর চিকিৎসা করাব।’’ কীর্তি আরও বলেন, ‘‘মমতাদিদির তৃণমূলের টিম ওই মহিষাসুরকে ভোটে হারিয়ে বধ করবে।’’

আগামী ১৩ মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভোট হবে। ওই আসনে তৃণমূল ’৮৩-এর বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তিকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি বিদায়ী সাংসদ দিলীপকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে কীর্তির বিরুদ্ধে প্রার্থী করেছে। তার পর থেকেই দুই প্রার্থী পরস্পরকে উদ্দেশ্য করে একের পর এক বাক্যবাণ বর্ষণ করছেন। গলসির কোলকোল গ্রামে শুক্রবার প্রচারে গিয়ে কীর্তি বলেছিলেন, ‘‘দিলীপ ঘোষ এমন এক জন ব্যক্তি, যাঁর সমাজে কোনও জায়গা নেই। উনি মা দুর্গা এবং মমতাদিদিকে অপমান করেন। মহিলাদের উনি অপমান করেন। দিলীপ ঘোষ এবং আরএসএস মহিলাদের সম্মান করতে জানেন না।’’ পাশাপাশি, দিলীপকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারবেন বলে তাঁর লক্ষ্যমাত্রা জানিয়েছেন কীর্তি। শনিবার আবারও সেই কথা বলে দিলীপকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন তৃণমূল প্রার্থী। এ নিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের মন্তব্য, ‘‘তৃণমূল নেতারা বাংলার নারীদের অসম্মান করেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভার মা দুর্গারূপী মহিলা ভোটাররা চিনিয়ে দেবেন, কে আসল মহিষাসুর।” পাল্টা রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি (দিলীপ ঘোষ) খারাপ খারাপ কথা বলে বাংলার মানুষকে অসম্মান করে চলেছেন।’’

Dilip Ghosh kirti azad TMC BJP Lok Sabha Election 2024

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}