— প্রতিনিধিত্বমূলক ছবি।
আজ, শনিবার নির্বাচনের শেষ দফায় দমদম লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরাহনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন। একমাত্র এই বিধানসভা কেন্দ্রেই ভোটারেরা একসঙ্গে দু’টি ভোট দেবেন। সকাল থেকেই ভোটযুদ্ধের ময়দানে নামবে ডান-বাম, সব পক্ষই। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণ ভোট করানোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রের খবর, দমদম লোকসভা কেন্দ্রে মোট ১৭৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০০টি বুথ স্পর্শকাতর।
শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে যায় প্রতিটি ভোট কেন্দ্র। ৯১০৮ জন ভোটকর্মী এ দিন পৌঁছে গিয়েছেন নিজেদের বুথে। দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে বিটি রোড বরাবর চারটি। ভোটের আগের দিন, শুক্রবার রাত থেকেই প্রতিটি এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের ৫৪টি নজরদার দল (নাইট সার্ভিলেন্স টিম) টহলদারি শুরু করেছে। টিটাগড়, খড়দহ, পানিহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বর ও বরাহনগর থেকে হুগলি ও হাওড়ার মধ্যে ফেরি চলাচল আজ বন্ধ রাখা হয়েছে। গঙ্গায় টহলদারির জন্য রাখা হয়েছে দু’টি দল।
ব্যারাকপুর সিটি পুলিশের এক কর্তা জানান, কলকাতা, বিধাননগর, বারাসত, হাওড়া ও হুগলি থেকে দমদম লোকসভা কেন্দ্র এলাকার সংযোগকারী রাস্তার ২৯টি জায়গায় নাকা-তল্লাশি হচ্ছে। পাশাপাশি, দমদম লোকসভা কেন্দ্রের জন্য ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে ৯০টি বিশেষ কুইক রেসপন্স টিম এবং ৬০টি কুইক রেসপন্স টিম। কেন্দ্রীয়
বাহিনীর পাশাপাশি এলাকা ও ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি সামলানোর জন্য তিন হাজার রাজ্য পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। অন্য দিকে, নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির উপরে নজর রাখতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সমন্বয়ে তৈরি ২২টি স্ট্যাটিক সার্ভিলেন্স
টিমও থাকছে।
কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন বিলকান্দা ১ ও ২, বন্দিপুর, পাতুলিয়া— খড়দহ বিধানসভার এই চারটি পঞ্চায়েতেও যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, সে দিকে কড়া নজরদারির ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘নির্বাচনের শেষ দফায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে থাকা দমদম লোকসভা ও বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে দিকে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং থাকছে।’’
দমদম লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬ লক্ষ ৯৯ হাজার ৫৯১ জন (বরাহনগরে ২ লক্ষ ১৮ হাজার ৯৬৬)। তার মধ্যে ৮ লক্ষ ৩৮ হাজার ৬৪ জন পুরুষ (বরাহনগরে ১ লক্ষ ৭ হাজার ২৮৯) এবং ৮ লক্ষ ৬১ হাজার ৪৮২ (বরাহনগরে ১ লক্ষ ১১ হাজার ৬৭২) জন মহিলা। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫ জন (বরাহনগরে ৫)।
দমদম লোকসভা নির্বাচনে ১৪ জন এবং বরাহনগর বিধানসভা উপনির্বাচনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া বলেন, ‘‘শান্তিপূর্ণ ভোট করাতে আমরা প্রস্তুত। কোনও অবাঞ্ছিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy