—প্রতীকী ছবি।
লোকসভা প্রচার শুরু হতেই বাণ ডেকেছে কুকথার। ইতিমধ্যেই বিজেপি ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা দিয়েছে নির্বাচন কমিশনে। এ বার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল তামিলনাড়ুর এক মন্ত্রী তথা ডিএমকে নেত্রীর বিরুদ্ধে। ওই নেতা যে ভাষায় ‘গালি দিয়েছেন’ তার বিহিত চাইতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব।
শনিবার ডিএমকে নেতা তথা রাজ্যের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণণ বলেন, “প্রধানমন্ত্রী সামান্য কিছু পটেল ভোট পাওয়ার লক্ষ্যে বল্লভভাই পটেল ও কামরাজের নামে প্রকল্প উদ্বোধন করছেন।” বিজেপির অভিযোগ, এ ভাবে কোনও সম্প্রদায়ের দিকে আঙুল তুলে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন ওই ডিএমকে নেতা। সম্প্রতি সেলমে হওয়া একটি সভায় কে কামরাজের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ টেনে ডিএমকে-র ওই নেত্রী বলেন, “প্রধানমন্ত্রী এমন ভাবে বলছেন যেন কামরাজকে হাতের কাছে পেলে আলিঙ্গন করবেন।” এর পরেই একটি অসংসদীয় শব্দ প্রয়োগ করে রাধাকৃষ্ণণ বলেন, এখন সম্মানের কথা বললেও, এই সঙ্ঘ পরিবারই এক সময়ে কামরাজকে হত্যা করতে গিয়েছিল।
ওই মন্ত্রী যখন ওই আপত্তিকর শব্দ বলেন, সে সময়ে মঞ্চে ছিলেন ডিএমকে নেত্রী কে কানিমোজি। যে অসংসদীয় শব্দটি ওই মন্ত্রী ব্যবহার করেন তা মহিলাদের জন্য অসম্মানজনক হওয়া সত্ত্বেও কানিমোজি প্রতিবাদ না করায় সরব বিজেপি নেতৃত্ব। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে অন্নামালাই বলেন, “এঁরা মুখেই নারী প্রগতির কথা বলেন। আসলে এঁরা নারী হয়েও নারী-বিরোধী।” রাধাকৃষ্ণণের বলা ওই কুকথার বিরুদ্ধেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy