Advertisement
Back to
BSF

সীমান্তে ভোটের আগে বানচাল অনুপ্রবেশ

বিএসএফ জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ নাগাদ সীমান্ত লাগোয়া কোদালিয়া নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ১৮-২০ জনের একটি দলকে ভারতের দিকে আসতে দেখা যায়।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৪৫
Share: Save:

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার এক দিন আগে দু’দফায় বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।

বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে একাধিক বার তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তৃণমূল পাল্টা জানিয়েছে, অনুপ্রবেশ রোখা বিএসএফের কাজ। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় আজ, সোমবার ভোট। তার আগের দিনের এই ঘটনা উসকে দিল চাপান-উতোর। বাহিনীর অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা নিয়েই ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি এ কে আর্য রবিবার বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে পতাকা বৈঠক করা হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নোটও দেওয়া হবে।’’

বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং আসানসোল কেন্দ্রে ভোট আজ। আর শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উত্তর ২৪ পরগনার রনঘাটে দু’দফায় বড় সংখ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকার চেষ্টা বানচাল করার দাবি করল বিএসএফ।

বিএসএফ জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ নাগাদ সীমান্ত লাগোয়া কোদালিয়া নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ১৮-২০ জনের একটি দলকে ভারতের দিকে আসতে দেখা যায়। বিসএফের দাবি, নদী পার হওয়ার পরে জওয়ানেরা তাদের সতর্ক করলেও তাঁরা তা শোনেননি। এমনকি জওয়ানরা একটি গ্রেনেড ছুড়লেও অনুপ্রবেশকারীরা থামেননি। এর পরে বিএসএফ জওয়ানেরা অঘাতক অস্ত্র দিয়ে শূন্যে গুলি চালালে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যায়।

বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশের দ্বিতীয় চেষ্টাটি হয় রবিবার ভোর ৩টে ৪০ নাগাদ। এ বার ১৫ থেকে ১৬ জন অনুপ্রবেশকারীর দল আবার কোদালিয়া নদী পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করলে শূন্যে গুলি চালায় বিএসএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Bangladesh West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE