আরজেডি নেতা তেজস্বী যাদব। —ফাইল চিত্র।
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইস্তাহারকে তাঁরা ‘পরিবর্তনপত্র’ বলে উল্লেখ করেছেন। তাতে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস— রয়েছে একাধিক আশ্বাস।
ইস্তাহার প্রকাশের সময়ে তেজস্বী জানান, তাঁরা ‘পরিবর্তনপত্র’ তৈরির সময়ে বিহারের মূল সমস্যাগুলিতে নজর রেখেছেন। তাঁর কথায়, ‘‘২০২৪ সালের জন্য আমরা মোট ২৪টি প্রতিশ্রুতি নিয়ে এসেছি। আমরা ক্ষমতায় এলে এই ২৪টি প্রতিশ্রুতি পূরণ করবই। বিহারের উন্নয়ন সংক্রান্ত অনেক ইস্যুকে মাথায় রেখে এই ইস্তাহার তৈরি করেছি।’’
তেজস্বী বলেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসে, আমরা সারা দেশে এক কোটি বেকার যুবককে সরকারি চাকরি দেব। এই মুহূর্তে বেকারত্ব আমাদের দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। বিজেপি এই ইস্যু নিয়ে কথাই বলে না। ওরা ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু আমরা যা বলি, তা-ই করে দেখাই। আমরা এক কোটি সরকারি চাকরি দেব।’’
ক্ষমতায় এলে আগামী ১৫ অগস্ট থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন তেজস্বী। তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে মানুষ বেকারত্ব থেকে মুক্তি পাবে। তা শুরু হবে ১৫ অগস্ট থেকেই। এ ছাড়া, রাখিবন্ধন উপলক্ষে প্রতি বছর আমরা দেশের দরিদ্র বোনদের এক লক্ষ টাকা করে দেব। গ্যাস সিলিন্ডার মানুষ পাবেন মাত্র ৫০০ টাকায়।’’
ইস্তাহারে পুরনো পেনশন প্রকল্প (ওপিএস) ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে আরজেডি। এ-ও বলা হয়েছে, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে বিহারকে বিশেষ মর্যাদা প্রদান করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বিহারে পাঁচটি নতুন বিমানবন্দর তৈরি করবে বলে ইস্তাহারে জানিয়েছে আরজেডি। বিমানবন্দরগুলি তৈরি হবে পূর্ণিয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ এবং রক্সৌলে।
আগামী ১৯ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু বিহারে। সাত দফাতেই সেখানে নির্বাচন হবে। প্রথম দফায় আগামী শুক্রবার বিহারের চারটি আসনে ভোটগ্রহণ হতে চলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy