(বাঁ দিকে) মন্তেশ্বরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। সংঘর্ষে জখম কর্মী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, দিলীপকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তাঁকে তাড়াও করে তৃণমূল। মারমুখী তৃণমূল কর্মীদের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলে একাধিক গাড়ির কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদমাধ্যমের গাড়ি। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্ল্যা গ্রামের একটি বুথে। খবর পেয়ে সেখানে যান দিলীপ। তাঁকে ঘিরে অশান্তি শুরু হয় ওই এলাকায়। অভিযোগ, দিলীপকে দেখেই তেড়ে আসেন এলাকার তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে বিজেপির লোকেরা মেরে রক্তাক্ত করেছে। বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী-সমর্থকেরা দিলীপের গাড়ির সামনে শুয়ে পড়েন। গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
VIDEO | West Bengal: TMC supporters block convoy of BJP candidate from Bardhaman-Durgapur constituency Dilip Ghosh in Bardhaman. pic.twitter.com/RT2lGKK31S
— Press Trust of India (@PTI_News) May 13, 2024
মন্তেশ্বরে দিলীপকে ঘিরে ‘গো ব্যাক’, ‘জয় বাংলা’ স্লোগানও উঠেছে। এলাকায় আটকে পড়েন দিলীপ। তাঁকে ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দিলীপ। তিনি বলেন, ‘‘আমাদের এজেন্টদের সকাল থেকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এখন আমার গাড়ি আটকে ঝামেলা করছে। আমাদের যেতে দিচ্ছে না। পাশে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে। সেখান থেকে কাউতে আসতে দিচ্ছে না। আমি এর হেস্তনেস্ত করে ছাড়ব। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে।’’
দিলীপের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, দিল্লি থেকে দফায় দফায় ফোন করা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। ওই এলাকায় বুথের বাইরে এবং ভিতরে কী কী ঘটেছে, তা-ও জানতে চেয়েছে কমিশন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy