E-Paper

এক বছরের মধ্যে ফের নির্বাচন, দাবি কংগ্রেস নেতাদের

কংগ্রেস নেতা ভূপেশ বঘেল।

কংগ্রেস নেতা ভূপেশ বঘেল। —ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ০৮:৫০
Share
Save

আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশে ফের অন্তর্বর্তী লোকসভা নির্বাচন হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেতা ভূপেশ বঘেল। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বঘেলের যুক্তি, তৃতীয় মোদী সরকার গঠনের আগেই এনডিএ জোটে টানাপড়েন শুরু হয়ে গিয়েছে। সরকার তৈরি হলেই ঝগড়া শুরু হয়ে যাবে।

বঘেল একা নন। গোটা কংগ্রেস দলই মনে করছে, তৃতীয় মোদী সরকারে খুব শীঘ্রই সঙ্কট ঘনাতে শুরু করবে। এমনিই এই সরকার চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমারের সমর্থনের উপরে নির্ভরশীল। তার উপরে বিজেপির অন্দরমহলেই এখন চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ তৃতীয় মোদী সরকারকে ‘এক-তৃতীয়াংশ মোদী সরকার’-এর তকমা দিয়েছেন। আজ বঘেল কংগ্রেসের সভায় বলেছেন, ‘‘সবাইকে তৈরি থাকতে হবে। ছয় মাস থেকে এক বছরের মধ্যে অন্তর্বর্তী নির্বাচন হতে পারে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে দেবেন্দ্র ফডণবীস পদত্যাগ করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গদি নড়ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও কাঁপছেন।’’

লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, লোকসভা ভোটে মানুষ মোদী সরকারকে প্রত্যাখ্যান করলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিই সরকার গঠনের সুযোগ পাবে। তবে বিরোধীরা ঠিক সময়ে ঠিক সুযোগের জন্য অপেক্ষা করবে। অর্থাৎ, এনডিএ জোটে ফাটলের ইঙ্গিত মেলেই বিরোধীরা সরকার গঠনের জন্য ঝাঁপাবে।

বঘেলের যুক্তি, নতুন সরকার গঠনের আগেই জেডিইউ অগ্নিবীর প্রকল্প বাতিল, জাতগণনার দাবি তুলছে। অভিন্ন দেওয়ানি বিধির দরকার নেই বলছে। এর পরে সরকার গঠন হলে ঝগড়া শুরু হবে। তখন ঘরে ভাঙন ধরতে দেরি হবে না। আজ কংগ্রেসের মঞ্চ থেকে দলের মুখপাত্র পবন খেরা বলেন, ‘‘বিজেপির মধ্যে অনেক ঝড় উঠছে। আরএসএসের মধ্যে, এনডিএ-র মধ্যে, গুজরাতে, উত্তরপ্রদেশে। ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। সবাই দেখতে পাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাস রোমহর্ষক
হতে চলেছে।’’

আজ নরেন্দ্র মোদী পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে বলেছেন, কংগ্রেস ভোটের আগে মহিলাদের এক লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন মুসলিম মহিলারা লখনউয়ের কংগ্রেস অফিসে সেই টাকা চেয়ে ভিড় করেছেন। পবন খেরা পাল্টা কটাক্ষ করে বলেন, ‘‘কংগ্রেস ক্ষমতায় এলে নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে। সবাই মোদীর
মতো নিজের ইস্তাহার ভুলে যায় না। তেলুগু দেশম ভোটের আগে বলেছিল, মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। মোদী এত দিন কংগ্রেসের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার অভিযোগ তুলছিলেন। এখন চন্দ্রবাবুকে নিয়ে কী করবেন?” তাঁর সংযোজন, ‘‘জনতার কাছে তুরুপের তাস রয়েছে। জনতা আদেশ দিলেই কংগ্রেস সেই তুরুপের তাস খেলবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lok Sabha Election 2024 Bhupesh Baghel Congress

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।