—প্রতীকী চিত্র।
আসন্ন লোকসভা ভোটে বহু ভোটকেন্দ্র পরিচালনা করবেন মহিলারা। দক্ষিণ ২৪ পরগনায় অনেক বুথেই ভোটগ্রহণের যাবতীয় কাজকর্ম সামলাবেন তাঁরা। মহিলা পরিচালিত বুথগুলি নিয়ে ইতিমধ্যেই আলাদা প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মহিলা কর্মীদের থাকা, কাজ করার ক্ষেত্রে যাতে পরিকাঠামোগত কোনও সমস্যা না হয়, তা এখন থেকেই খতিয়ে দেখা হচ্ছে।
কাকদ্বীপ মহকুমা এলাকায় আবার ৯৫টি ভোটকেন্দ্র মহিলা পরিচালিত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্ত কেন্দ্রেই মহিলা ভোট কর্মী ও মহিলা কেন্দ্রীয় বাহিনীদের থাকার পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। দিন দু’য়েক আগে পাথরপ্রতিমা ব্লকের মাধবনগর, দক্ষিণ শিবগঞ্জ, রামগঙ্গা, অচিন্ত্যনগর এলাকার একাধিক মহিলা পরিচালিত ভোটকেন্দ্র ঘুরে দেখে স্থানীয় পুলিশ। মূলত মহিলারা এসে কোথায় থাকবেন, স্নানের জায়গা, শৌচালয়, আলোর ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। যেখানে সমস্যা রয়েছে, তা মেটানো হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর।
প্রশাসন সূত্রের খবর, এ বার গোটা জেলায় ৮৮২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৬৭৩টি বুথে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার-সহ সব দায়িত্বই সামলাবেন তাঁরা। তাঁদের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হতে পারে কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদের হাতে।
২০২১ সালের বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সূচনা হয়েছিল। সে বার মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ১৫২০টি। এ বার সেই সংখ্যা বাড়ছে। মহিলা কর্মীদের কয়েক দফায় প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সূত্রের খবর, প্রথম দফায় প্রশিক্ষণ হবে ১৩ এপ্রিল। পরে আরও দু’দফায় ট্রেনিং হবে তাঁদের।
জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, “২০২১ সালের তুলনায় মহিলা পরিচালিত বুথের সংখ্যা এ বার বেড়েছে। মহিলা ভোটকর্মীদের প্রশিক্ষণের পরে এই সংখ্যা আরও বাড়তে পারে।” সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, “মহিলা ভোটকর্মী ও মহিলা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখছি আমরা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy