বুধবার কলকাতায় বাম কংগ্রেসের মিছিল। — নিজস্ব চিত্র।
নিয়োগ দুর্নীতিকাণ্ডকে হাতিয়ার করে কলকাতার রাস্তায় যৌথ মিছিল করল বাম এবং কংগ্রেস। বুধবার বিকেলে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে যায় কলেজ স্কোয়ার পর্যন্ত। মিছিলের পুরভাগে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, কংগ্রেসের আমিতাভ চক্রবর্তী, রানা রায়চৌধুরী, সুমন রায়চৌধুরী-সহ অন্য নেতারা।
হাই কোর্টের রায়ে সোমবার চাকরি গিয়েছে ২০১৬ সালে এসএসসিতে নিয়োগ হওয়া ২৫ হাজার ৭৫৩ জনের। বাম-কংগ্রেসের দাবি, এর মধ্যে যোগ্য অনেকে রয়েছেন। তাঁদের পুনর্নিয়োগ করতে হবে। পাশাপাশিই, সার্বিক দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন বাম-কংগ্রেস নেতারা। ইতিমধ্যেই যোগ্যদের চাকরিতে বহাল রাখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। বামেদের শিক্ষক সংগঠন এবিটিএ-ও পৃথক মামলা করেছে শীর্ষ আদালতে।
বাম-কংগ্রেসের উদ্দেশে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। শাসকদলের নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তো যোগ্যদের নিয়োগের দাবিতে সরব হয়েছেন। বাম-কংগ্রেস নেতারা কি তা জানেন না? আর কিসের পদত্যাগ। ত্রিপুরায় বাম জমানায় নিয়োগে অনিয়মে যখন ১০ হাজার ৩২৩ জনের চাকরি গিয়েছিল, তখন কি সিপিএমের মুখ্যমন্ত্রী মানিক সরকার পদত্যাগ করেছিলেন?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy