লোকসভা ভোটে তামিলনাড়ুতে দুই দলের সঙ্গে জোট করল এডিএমকে। বুধবার দলের প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ইকে পলানীস্বামী ১৬টি আসনে প্রার্থিতালিকা ঘোষণা করে এ কথা জানিয়েছেন।
আঞ্চলিক দল পুথিয়া তামিলাগনের পাশাপাশি ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া’ (এসডিপিআই)-কে একটি আসন ছেড়েছে প্রয়াত জয়ললিতার দল। দক্ষিণ ভারতের রাজনীতিতে কট্টরপন্থী সংখ্যালঘু সংগঠন বলেই এসডিপিআই-এর পরিচিতি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রে ভোট। মনোনয়ন শুরু হয়েছে বুধবার থেকে।
আরও পড়ুন:
লোকসভা ভোটের আগে তামিলনাড়ুতে ধাক্কা খেয়েছে সে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অন্বুমণি রামডসের দল পট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে) পলানীস্বামীকে ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিয়েছে। অন্য দিকে, পলানীস্বামীর সঙ্গে সঙ্ঘাতের জেরে এডিএমকে থেকে বহিষ্কৃত আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভমও বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছেন।