Advertisement
Back to
Shiv Sena

শিন্ডেসেনা ছাড়লেন প্রাক্তন মন্ত্রী, লোকসভা ভোটে শরদ পওয়ারের প্রার্থীকে সমর্থনের ঘোষণা

আগামী ১৩ মে বীড়-সহ মহারাষ্ট্রের মরাঠওয়াড়া এলাকার ১১টি লোকসভা আসনে ভোট। তার আগে সুরেশের দলত্যাগে শিন্ডেসেনা ধাক্কা খেল বলেই মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ।

বাঁ দিক থেকে, একনাথ শিন্ডে এবং সুরেশ নওলে।

বাঁ দিক থেকে, একনাথ শিন্ডে এবং সুরেশ নওলে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:৫৪
Share: Save:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ছাড়লেন সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেশ নওলে। সেই সঙ্গে মঙ্গলবার বীড় লোকসভা কেন্দ্রে বিরোধী জোটের এনসিপি (শরদ পওয়ার) প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেছেন তিনি।

আগামী ১৩ মে বীড়-সহ মরাঠওয়াড়া এলাকার ১১টি লোকসভা আসনে ভোট। তার আগে সুরেশের দলত্যাগে শিন্ডেসেনা ধাক্কা খেল বলেই মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। সুরেশ মঙ্গলবার বলেন, ‘‘যাঁরা শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে বসেছে। এই পরিস্থিতি চলতে থাকলে বিধানসভা ভোটের আগে দলের অবস্থার আরও অবনতি হবে।’’

সরাসরি কোনও দলকে নিশানা না-করলেও একদা শিন্ডে ঘনিষ্ঠ সুরেশের ‘লক্ষ্য’ বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ওই কেন্দ্রে গত তিনটি নির্বাচনে জিতেছেন প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের কন্যা প্রীতম। এ বার সেখানে বিরোধী ‘মহাবিকাশ অঘাড়ী’ জোটের তরফে এনসিপি (শরদ পওয়ার) লড়ছে। তাদের প্রার্থী বজরং মনোহর সোনওয়ানেকে নিঃশর্তে সমর্থনের কথা ঘোষণা করেছেন সুরেশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy