জয়রাম রমেশ। —ফাইল চিত্র
ভোটগণনাকে প্রভাবিত করতে দেশের ১৫০ জন জেলাশাসককে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এমনই দাবি করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এ বার এই অভিযোগ নিয়ে নড়েচড়়ে বসল নির্বাচন কমিশন। রবিবার জয়রামকে একটি চিঠি দিয়ে কমিশন অভিযোগের সপক্ষে বিস্তারিত তথ্য দিতে বলেছে।
শনিবার জয়রাম অভিযোগ করেছিলেন যে, ১৫০ জন জেলাশাসককে ফোন করেছিলেন শাহ। বিষয়টিকে ভোটগণনার আগে ‘নির্লজ্জ ভাবে ভয় দেখানোর চেষ্টা’ বলে অভিহিত করেন তিনি। প্রসঙ্গত, জেলাশাসকেরা তাঁদের জেলার রিটার্নিং অফিসারও বটে। তাই ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে জেলাশাসকদের হাতে। জয়রামের অভিযোগ ঘিরে শনিবার থেকেই বিতর্ক তৈরি হয়।
কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়, এখনও পর্যন্ত কোনও জেলাশাসক প্রভাব বিস্তারের অভিযোগ তোলেননি। তবে জয়রামের মতো প্রবীণ নেতার অভিযোগকে তারা গুরুত্ব দিতে চায় বলে জানায় কমিশন। কমিশন ‘জনস্বার্থে’ ওই ১৫০ জন জেলাশাসক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য জয়রামকে নির্দেশ দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy