Advertisement
E-Paper

অন্ধ্রে কংগ্রেস প্রার্থী করল মুখ্যমন্ত্রী জগনের বোন শর্মিলাকে, বিহারে প্রাক্তন মন্ত্রী তারিক

ইন্দিরা গান্ধীর জমানায় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি তারিক ১৯৯৯ সালে শরদ পওয়ারের সঙ্গে কংগ্রেস ছেড়ে এনসিপি গড়েছিলেন। শর্মিলা ছিলেন ওয়াইএসআর কংগ্রেসে।

বাঁ দিক থেকে, জগন, শর্মিলা এবং তারিক।

বাঁ দিক থেকে, জগন, শর্মিলা এবং তারিক। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৮:২৮
Share
Save

পশ্চিমবঙ্গের দার্জিলিঙে মুনীশ তামাংয়ের পাশাপাশি মঙ্গলবার দেশ জুড়ে আরও ১৬টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। তালিকায় উল্লেখযোগ্য নাম, অন্ধ্র্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন্মোহন রেড্ডির বোন শর্মিলা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের নেতা তারিক আনোয়ার।

গত জানুয়ারিতে মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে ‘হাত’ শিবিরে শামিল হওয়ার পরেই অন্ধ্রপ্রদেশ কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পেয়েছিলেন শর্মিলা। এ বার ‘রেড্ডি পরিবারের গড়’ হিসেবে পরিচিত কাড়াপা লোকসভায় প্রার্থী করা হয়েছে তাঁকে। শর্মিলার বাবা, অখণ্ড অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজশেখর রেড্ডি ওই আসন থেকে চার বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। দাদা জগন দু’বার। মনমোহন সিংহ সরকারের মন্ত্রী পল্লম রাজুকে কাঁকিনাড়া আসনে ফের প্রার্থী করেছে কংগ্রেস।

ইন্দিরা গান্ধীর জমানায় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি তারিক ১৯৯৯ সালে শরদ পওয়ারের সঙ্গে কংগ্রেস ছেড়ে এনসিপি গড়েছিলেন। পরবর্তী সময়ে ইউপিএ সরকারের মন্ত্রীও হন। ২০১৮ সালে কংগ্রেসে ফিরে আসেন তিনি। বিহারের কাটিহারের চার বারের সাংসদ তারিক এ বারও তাঁর পুরনো কেন্দ্রে টিকিট পেয়েছেন। সেই সঙ্গে ২০১৯-এ বিহারে জেতা বিরোধী জোটের একমাত্র প্রার্থী, কিষাণগঞ্জের মহম্মদ জাভেদকেও আবার টিকিট দেওয়া হয়েছে। অন্ধ্রের পাঁচ, বিহারের তিন আসনের পাশাপাশি ওড়িশার আটটি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের নামও ঘোষিত হয়েছে মঙ্গলবার।

২০১৯ সালের লোকসভা ভোটে ওড়িশাতেও একটি মাত্র আসনে কংগ্রেস জিতেছিল। কোরাপুট আসনে বিদায়ী সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকাকেই আবার প্রার্থী করেছে রাহুল-খড়্গের দল। বোলাঙ্গির লোকসভায় টিকিট পেয়েছে ওড়িয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোজ মিশ্র। লোকসভা ভোটের সঙ্গে ওড়িশাতে বিধানসভা ভোট হবে। কংগ্রেসের তরফে ৪৯ জনের প্রার্থীতালিকায় প্রদেশ সভাপতি শরৎ পট্টনায়েক (নুয়াপাড়া) এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভক্তচরণ দাসের (নারলা) নাম ঘোষণা করা হয়েছে।

Lok Sabha Election 2024 YS Sharmila YS Jagan Mohan Reddy YSRCP Andhra Pradesh Election 2024 Odisha Election 2024 Andhra Pradesh Odisha BJD Congress

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।