ময়নার বাকচায় কেন্দ্রীয় বাহিনীর টহল। ছবি: পার্থপ্রতিম দাস
জেলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা ময়নার বাকচায় বৃহস্পতিবার থেকে শুরু হল সেই বাহিনীর রুট মার্চ।
লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষপ্রবণ এলাকাগুলিতে এলাকাবাসীর আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, খেজুরি, ময়নার বাকচা, ভগবানপুর, ভূপতিনগর ও পটাশপুরের বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে প্রথম দফায় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (ইন্দো টিবেটান বর্ডার পুলিশ) আসে। আর বুধবার রাতে আসে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (বিএসএফ)। আইটিবিপি জওয়ানেরা ময়না, নন্দীগ্রাম, কাঁথি থানা এলাকার শ্যামচক, খেজুরি, ভগবানপুর এলাকায় রয়েছে। আর বিএসফ জওয়ানরা ভূপতিনগর এবং দুর্গাচকে রয়েছেন।
জেলার ময়না থানার বাকচা এলাকা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, পুলিশের উপরে আক্রমণ, তৃণমূল এবং বিজেপি নেতাকে খুনেরও অভিযোগ রয়েছে এখানে। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগেও দু’পক্ষের মধ্যে গোলমাল বেঁধেছিল। ফলে এবার লোকসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাকচা গ্রাম পঞ্চায়েতে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। মঙ্গলবার রাতে জেলায় আসা পাঁচ কোম্পানি বাহিনীর মধ্যে এক কোম্পানি ময়নায় পাঠানো হয়। ওই বাহিনী বৃহস্পতিবার সকাল থেকেই ময়না থানার দুই পুলিশের আধিকারিকের নেতৃত্বে বাকচার খিদিরপুর, গোলাপাতা ও কোনমাথা বাজার এলাকায় রুট মার্চ করে। নন্দীগ্রামে রুট মার্চ না হলেও কেন্দ্রীয় বাহিনী গাড়িতে করে নজরদারি চালিয়েছে। তবে বাকি এলাকায় এখনও আইটিবিপি জওয়ানেরা রুট মার্চ করেননি। বিএসএফ জওয়ানের একদিন বিশ্রামের পরে নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে।
এদিকে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারির শুরুর দিনেই বাকচা এলাকায় দলীয় কর্মসূচি শুরু করেছে বিজেপি। এদিন বিজেপির ময়না মণ্ডল-৩ এলাকার কর্মী সভা হয় বাকচা গ্রামের মাঝের পল্লিতে। সভায় ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক অশোক ডিন্ডা, জেলা পরিষদ সদস্য তথা মণ্ডল-৩ সভাপতি উত্তম সিংহ, বাকচা পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত। আবার, এদিনই তৃণমূলের ময়না ব্লক কার্যালয়ে বাকচা এলাকার দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। বাকচায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে ময়না ব্লক তৃণমূলের সভাপতি সন্দীপব্রত দাস বলেন, ‘‘বাকচায় মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। বিজেপির চাপা সন্ত্রাস রয়েছে। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলেও পরিস্থিতি তেমন উন্নতি হবে না। তবে লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বাকচা এলাকায় আমাদের দলীয় কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy