নির্দেশ অমান্য করে লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হওয়ায় মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধরের পর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামের।
আরও পড়ুন:
বিজেপির আক্রান্ত পোলিং এজেন্টের নাম রতন মাল। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। তিনি নলহাটি বিধানসভার ৬১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। আক্রান্ত বিজেপির পোলিং এজেন্টের অভিযোগ, মঙ্গলবার সকালে মাঠে যাওয়ার সময় তাঁকে মারধর করেন সেন্টু প্রামাণিক নামে এক তৃণমূল কর্মী। তাঁর আরও অভিযোগ, ‘‘আমি যাতে পোলিং এজেন্ট না হই তার জন্য পাইকপাড়া গ্রামের তৃণমূল কর্মী সেন্টু গত ১২ মে আমার বাড়িতে এসেও হুমকি দিয়ে গিয়েছিলেন। হুমকি উপেক্ষা করে আমি বিজেপির পোলিং এজেন্ট হই। সেই আক্রোশে মারধর করা হল।’’ বিজেপির ওই মণ্ডলের সভাপতি সনৎ লেট বলেন, ‘‘বিজেপির পোলিং এজেন্ট কেন হয়েছেন রতন, সেই রাগ থেকেই (মঙ্গলবার) সকালে মারধর করা হল। প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে রতনকে। রতনের পাশে আমরা আছি, পুলিশ কঠোর ব্যবস্থা নিক, এটা নিশ্চিত করতেই আমরা থানায় এসেছি।’’
বিষয়টি জানিয়ে সেন্টু প্রামাণিক নামে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রতন। জানা গিয়েছে, অভিযুক্ত সেন্টু সিভিক ভলান্টিয়ারের কাজ করেন।