Advertisement
Back to
Lok Sabha Election 2024

লোকসভা ভোটে বিজেপির দ্বিতীয় প্রার্থিতালিকায় ৭২ নাম, এখনও বাকিই রইল পশ্চিমবঙ্গের ২৩ কেন্দ্র

প্রথম প্রার্থিতালিকায় ১৯৫ জনের মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেলেও বুধবার পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ঘোষিত হয়নি। এখনও এ রাজ্যের ২৩ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি।

BJP announces second list of 72 candidates for lok sabha election 2024

অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৪ ২০:৩০
Share: Save:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণা করল বিজেপি। কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, দাদরা-নগর হভেলী, দমন-দিউ, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডের মোট ৭২ জন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়।

তবে প্রথম প্রার্থিতালিকায় ১৯৫ জনের মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেলেও বুধবার পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ঘোষিত হয়নি। আসানসোলের ঘোষিত প্রার্থী পবন সিংহ ভোটে লড়তে অস্বীকার করেছেন। অর্থাৎ, এখনও এ রাজ্যের ২৩ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি।

হরিয়ানার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে সে রাজ্যের কার্নাল আসনে প্রার্থী করেছে নরেন্দ্র মোদীর দল। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়ত (হরিদ্বার), কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও (হাভেরী) রয়েছেন তালিকায়। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (নাগপুর), পীযূষ গয়াল (মুম্বই উত্তর), প্রহ্লাদ জোশী (ধারওয়াড়), অনুরাগ ঠাকুর (হামিরপুর), শোভা কারান্দলাজে (বেঙ্গালুরু উত্তর), যুবনেতা তেজস্বী সূর্য (বেঙ্গালুরু দক্ষিণ), পঙ্কজা মুন্ডে (বীড়) রয়েছেন তালিকায়।

সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন তৃণমূল নেতা অশোক তানওয়ারকে হরিয়ানার হিসারে প্রার্থী করা হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র রাঘবেন্দ্র টিকিট পেয়েছেন পারিবারিক আসন শিবমোগ্গায়। খনি দুর্নীতি মামলায় অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন মন্ত্রী বি শ্রীরামালুকে বল্লারি লোকসভা কেন্দ্রে পদ্ম-প্রতীক পেয়েছেন।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 BJP Candidate List BJP Candidate BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy