Advertisement
Back to
PM Modi Oath Ceremony

২০১৪: পাঁচ! ২০১৯: চার! ২০২৪: ১১! ‘আত্মনির্ভর’ এবং ‘পরনির্ভর’ মোদীর সরকারে শরিকি সংখ্যাতত্ত্ব

২০১৪ সালে মোদীর সঙ্গে শপথ নিয়েছিলেন সহযোগী দলের চার পূর্ণ এবং এক জন প্রতিমন্ত্রী। ২০১৯-এ তিন পূর্ণমন্ত্রী এবং এক জন প্রতিমন্ত্রী। ঘটনাচক্রে, প্রথম দু’বারই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির।

শপথগ্রহণের পর এইচ ডি কুমারস্বামীকে অভিবাদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

শপথগ্রহণের পর এইচ ডি কুমারস্বামীকে অভিবাদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ২২:৫৯
Share: Save:

জোট রাজনীতির বাধ্যবাধকতার ছাপ দেখা গেল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর তৃতীয় ‘ইনিংসের’ গোড়াতেই। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে মোদীর সঙ্গে আর যে ৭১ জন মন্ত্রী (৩০ জন পূর্ণমন্ত্রী এবং পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ ৪১ জন প্রতিমন্ত্রী) শপথ নিলেন তাঁর মধ্যে ১১ জন এনডিএর অ-বিজেপি সহযোগী দলের। এঁদের মধ্যে পাঁচ জন পূর্ণমন্ত্রী। ছ’জন প্রতিমন্ত্রী।

বিজেপির সহযোগী দলগুলির মধ্যে টিডিপি এবং জেডিইউ একটি পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ পেয়েছে। ‘হাম’ প্রধান জিতনরাম মাঝিঁ, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এলজেপিআর সভাপতি চিরাগ পাসোয়ান পূর্ণমন্ত্রী হয়েছেন। আরএলডি, আরপিআই(এ), শিবসেনা, আপনা দল (এস) একটি করে প্রতিমন্ত্রীর পদ পেয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে অজিত পওয়ারের এনসিপি থেকে কেউ মন্ত্রী হননি রবিবার।

২০১৪ সালে মোদীর সঙ্গে শপথ নিয়েছিলেন সহযোগী দলের চার পূর্ণ এবং এক জন প্রতিমন্ত্রী। ২০১৯-এ তিন পূর্ণমন্ত্রী এবং এক জন প্রতিমন্ত্রী। ঘটনাচক্রে, প্রথম দু’বারই লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। যা এ বার অনুপস্থিত। এই পরিসংখ্যান দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন বিজেপি একক ভাবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ না পাওয়াতেই তৃতীয় এনডিএ মন্ত্রিসভার কলেবর হল ৭২।

২০১৯ সালের ৩০ নভেম্বর দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী। সে সময় তাঁর সঙ্গে ২৪ জন পূর্ণমন্ত্রী, ন’জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। পূর্ণমন্ত্রীদের তালিকায় ছিলেন সহযোগী দলগুলির তিন জন—শিবসেনার অরবিন্দ সাওয়ন্ত লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র রামবিলাস পাসোয়ান এবং শিরোমণি অকালি দলের হরসিমরত কউর বাদল। যদিও শেষ পর্যন্ত তাঁরা কেউই থাকেননি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এনডিএ ছাড়ায় ২০১৯-এরই নভেম্বরে মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ। ২০২০-র অক্টোবরে প্রয়াত হয়েছিলেন রামবিলাস। তার এক মাস আগে বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে অকালি দল এনডিএ ছেড়েছিল। মন্ত্রিত্ব ছেড়েছিলেন হরসিমরত।

মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় গোড়ায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মহারাষ্ট্রের দলিত নেতা তথা আরপিআই(এ) প্রধান রামদাস অঠওয়ালে। পরবর্তী সময়ে আপনা দল (এস)-এর নেত্রী অনুপ্রিয়া পটেল এবং প্রয়াত রামবিলাসের ভাই তথা রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (আরএলজেপি)-র প্রধান পশুপতি পারস মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন।

২০১৪ সালে ২৬ মে প্রথম বার মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তাঁর সঙ্গে ২১ জন পূর্ণমন্ত্রী, পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৮ জন প্রতিমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ পাঠ করেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে রামবিলাস এবং হরসিমরত ছাড়া শিবসেনার অনন্ত গীতে এবং তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র অশোক গজপতি রাজু ছিলেন। প্রতিমন্ত্রীদের তালিকায় ছিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএসপি) প্রধান উপেন্দ্র কুশওয়াহা।

অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, এ বার কেন্দ্রে শরিক-নির্ভর হতে হবে মোদীকে। ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি। বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টিতে। তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৩টি আসনে জিতেছে। ১৬ এবং ১২টি আসনে জিতে ‘গুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছেন এনডিএ-র দুই সহযোগী নেতা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু এবং জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর সভাপতি নীতীশ কুমার। শপথের আগেই তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দাবিতে বিজেপির উপর চাপ বাড়িয়েছিলেন বলে ‘খবর’।

রবিবার তৃতীয় মোদী মন্ত্রিসভার শপথের পর সেই চাপের প্রতিফলন দেখছেন রাজনীতির কারবারিদের একাংশ। এর ফলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারে প্রধামন্ত্রীর দফতরের (পিএমও)-র ‘একাধিপত্য’ খর্ব হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে দলেরই আর এক অংশের দাবি, এক দশকের ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’ প্রতিহত করে নেহরুর পরে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় ‘ইনিংস’ শুরু করতে চলেছেন মোদী। দল এবং সহযোগীদের মধ্যে তাঁর উচ্চতার সঙ্গে তুলনীয় কোনও নেতাও নেই। ফলে চাপের মুখেও অটল থাকবেন মোদী।

অন্য বিষয়গুলি:

Narendra Modi BJP NDA Oath ceremony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy