Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সুরসঙ্গী ফিরে পেয়ে আপ্লুত আমজাদ

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ১৬:০৬
Share: Save:

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সরোদবাদক আমজাদ আলি খান! হবেন না-ই বা কেন? ৪৫ বছরের সুরসঙ্গীর খোঁজ মিলেছে যে! মঙ্গলবার এই খবর পাওয়া মাত্রই আপ্লুত হয়ে তাঁর মুখে দু’টি শব্দ উচ্চারিত হয়— ‘এপিক রিইউনিয়ন’। টুইট করে তিনি জানান, “ব্রিটিশ এয়ারওয়েজ আমার সরোদটি ফিরিয়ে দিয়েছে। সকলের প্রার্থনা ও ভালবাসার জন্যই বাদ্যযন্ত্রটি ফিরে পেয়েছি।”

গত ২১ জুন রবীন্দ্রনাথের স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নিতে সস্ত্রীক লন্ডন যান আমজাদ আলি। সেখান থেকে ২৮ জুন ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে দিল্লি ফেরেন তিনি। বিমানবন্দরে নামার পরেই আমজাদ বুঝতে পারেন, তাঁর সুরসঙ্গী নিখোঁজ। ৪-৫ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পরে কর্তৃপক্ষ জানান, পরের বিমানেই আসছে তাঁর প্রিয় বাদ্যযন্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে হতাশ হয়ে পড়েন আমজাদ। ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এই সুখবরের আশায়।

পরে ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়, লন্ডনের হিথরো বিমানবন্দরে লাগেজ সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এই বিপত্তি। পুরো সমস্যা কাটিয়ে সরোদ ফেরত দিতে দেরি হওয়ায় আমজাদের কাছে ক্ষমা চেয়েছে ওই বিমান পরিবহণ সংস্থা।

অন্য বিষয়গুলি:

amzad ali khan sarod british airways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE