প্রয়াত হলেন ‘আউটলুক’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিনোদ মেটা। দীর্ঘ অসুস্থতার পর রবিবার সকালে মারা যান ৭৩ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এক জন ভাল সাংবাদিক ও লেখক হিসাবে তাঁকে দেশবাসী মনে রাখবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
অবিভক্ত ভারতের পশ্চিম পঞ্জাবের রাওয়ালপিন্ডিতে ১৯৪২ সালে জন্ম এই প্রবীণ সাংবাদিকের। ১৯৭৪ সালে সম্পাদনা শুরু করেন ব্রিটেনের একটি খ্যাতনামা পত্রিকায়। ‘আউটলুক’ পত্রিকায় সম্পাদনার আগে ‘দ্য অবজার্ভার’, ‘দ্য ইনডিপেনডেন্ট’, এবং দ্য পাইওনিয়র’-এর মতো কয়েকটি প্রকাশনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর বহুলচর্চিত বই ‘লখনউ বয়’। এটি প্রকাশিত হয় ২০১১-য়। এ ছাড়া বলিউড অভিনেত্রী মীনা কুমারী ও রাজনীতিক সঞ্জয় গাঁধীর জীবনী নিয়ে লেখা তাঁর বই বহু প্রশংসিত হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy