ধস এবং বন্যার জোড়া ভ্রুকুটিতে বিপর্যস্ত হয়ে পড়েছে অরুণাচল প্রদেশের কিছু এলাকা। টানা পাঁচ দিন ধরে চলা বৃষ্টির জেরে ধস এবং হরপা বাণে চিন সীমান্তের কাছে পূর্ব অরুণাচলের আঞ্জ জেলা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাজ্যের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলা। স্থানীয় খুপা এবং হায়ুলিয়াং এলাকায় প্রবল বৃষ্টিতে কার্যত ধুয়ে গিয়েছে রাস্তার একাংশ। জেলার মোমপানি এবং টাইডিং এলাকায় ধসে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।
বিগত চার দিন ব্যাপী প্রবল বর্ষণের জেরে ব্যাহত হয়েছে রাজ্যের তেজু ও পার্শবর্তী রাজ্য অসমের তিনসুকিয়ার মধ্যে যান চলাচল। অন্য দিকে, টানা ক’দিনের বৃষ্টির জেরে জল বাড়ছে ব্রহ্মপুত্রের শাখা লোহিত নদীতে। এর জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আঞ্জ জেলায়।
ডেপুটি কমিশনার বি এম মিশ্র জানিয়েছেন, দুর্যোগের মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত নিচু এলাকায় নজর রাখতে বলা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ৩৩ কেভি ক্ষমতার বিদ্যুতের তার। জায়গায় জায়গায় উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। যার ফলে অন্ধকারে ডুবে রয়েছে তেজু এলাকার একাংশ। জনজীবনের বিপদ আরও বাড়িয়েছে পানীয় জলের সঙ্কট। দ্রুত গতিতে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই সরকারি অধিকর্তা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy