Advertisement
০৫ নভেম্বর ২০২৪

টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা

টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। রায়গঞ্জের শীত গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, যে কোনও সরকারি কাজের টেন্ডারের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতে ও সংশ্লিষ্ট এলাকায় নোটিস টাঙাতে হয়। কিন্তু সে নিয়ম মানা হয় না এই গ্রাম পঞ্চায়েতে। তার বদলে পঞ্চায়েত সদস্যেরা তাঁদের ঘনিষ্ঠদের কাজের বরাত পাইয়ে দেন।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ১৫:৩৩
Share: Save:

টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। রায়গঞ্জের শীত গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, যে কোনও সরকারি কাজের টেন্ডারের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতে ও সংশ্লিষ্ট এলাকায় নোটিস টানাতে হয়। কিন্তু সে নিয়ম মানা হয় নি এই গ্রাম পঞ্চায়েতে। তার বদলে পঞ্চায়েত সদস্যেরা তাঁদের ঘনিষ্ঠদের কাজের বরাত পাইয়ে দেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগকারীদের তরফে একতেখার আলি এবং আবু মোতালেক সরকার বলেন, “অবৈধ ভাবে পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিয়েছে। আগের টেন্ডার বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছি আমরা।” টানা আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর প্রশাসনিক আশ্বাসে তালা খুলে দেন গ্রামবাসীরা।

অন্য বিষয়গুলি:

raiganj tender
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE