ছবি: পিটিআই।
উত্তরপ্রদেশের রাজ্যপালের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিলেন বি এল জোশী। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। মাস কয়েক আগেই নিজের কার্যকালের শেষে ফের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন জোশী।
মোদী সরকার ক্ষমতায় আসার পরই ইউপিএ-জমানার বেশ কয়েক জন রাজ্যপালকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী অন্ততপক্ষে ৫ জন রাজ্যপালকে ইস্তফা দিতে বলেন বলে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছিল। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, গুজরাত ও রাজস্থানের রাজ্যপালেরা। এ দিন সেই জল্পনাকে সত্যি করেই ইস্তফা দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। যদিও সরকারি ভাবে কিছু বলা হয়নি, তবে অন্য রাজ্যপালেরাও এই একই পথ অনুসরণ করবেন বলে মনে করা হচ্ছে। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়ে কেরলের রাজ্যপাল শীলা দীক্ষিত বলেছেন, সংবাদমাধ্যমের খবরে তিনি কোনও মন্তব্য করবেন না।
এই আবহেই এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজস্থানের রাজ্যপাল মার্গারেট আলভা। তবে সে সাক্ষাত্ যে নিছকই সৌজন্যমূলক, এমনটাই দাবি ছিল আলভার। এর পরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা আছে তাঁর। এ দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কর্নাটক এবং অসমের রাজ্যপাল যথাক্রমে এইচ আর ভরদ্বাজ এবং জে বি পট্টনায়ক। যদিও তাঁরা দু’জনেই ইস্তফার জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy