Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইবোলার করাল থাবা পূর্বের রিয়ান্ডাতে, সতর্কতা জারি বাংলাদেশেও

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ১৯:১২
Share: Save:

পশ্চিম আফ্রিকার পর এ বার পুর্ব আফ্রিকার দেশ রিয়ান্ডাতেও থাবা বসাল মারণ ভাইরাস ইবোলা। রিয়ান্ডার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি এক ডাক্তারি পড়ুয়া। ওই জার্মান পড়ুয়া সম্প্রতি পশ্চিম আফ্রিকার লাইবিরিয়ায় কিছু দিন কাটিয়েছেন। জ্বর এবং ম্যালেরিয়ায় ভুগছেন তিনি। কিন্তু ইবোলার থেকে সতর্কতার কারণেই ওই পড়ুয়াকে আলাদা করে রাখা হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টটি আগামী দুই দিনের পাওয়া যাবে বলে জানিয়েছেন রিয়ান্ডার স্বাস্থ্যমন্ত্রী। নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপত্কালীন বিপর্যজয় মোকাবিলা কমিটি গঠন করা হয়েছে রিয়ান্ডায়। স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মারণ ভাইরাস ইবোলার কবলে পড়ে ইতিমধ্যে শুধু পশ্চিম আফ্রিকাতেই মৃত্যু হয়েছে হাজার খানেক মানুষের।

প্রথমে জ্বর। তার পর ক্রমাগত চোখ-নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা আর পেট খারাপ। এ ভাবে কয়েক সপ্তাহ চলার পরই মৃত্যু।

রোগের নাম ইবোলা ভাইরাস ডিজিজ (ইভিডি)। এই ভাইরাস সংক্রমণ নিয়েই এখন উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’। যে হেতু এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই, প্রতিষেধক টিকা নেই, তাই আফ্রিকার চার দেশে রোগটি ছড়িয়ে পড়তেই হু বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে। বাদ গেল না প্রতিবেশী দেশ বাংলাদেশও।

প্রতিরোধস্বরূপ ঢাকা, শ্রীহট্ট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আগাম সতর্কতা জারি করা হয়েছে। বাদ যায়নি চট্টগ্রাম সমুদ্র বন্দরও। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের ঢাকা শহর থেকে দূরে একটি সেনা হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। ওই হাসপাতালে কুড়ি শয্যা-সহ একটি বিশেষ ওয়ার্ড গঠন করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

ebola rwanda bangladesh issue alert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE