Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আইএম সদস্যকে ধরতে বিশেষ দল গঠন জোধপুর পুলিশের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ১৭:০৭
Share: Save:

গত শনিবার ভোরেই রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য জিয়াউর রহমানকে। দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ, গুলিচালনা এবং বোমা হামলার ঘটনায় তার হাত ছিল বলে পুলিশের দাবি। তাকে গ্রেফতার করার পর পুলিশ বরকত নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন বিস্ফোরক পদার্থ জিয়াউরকে বিক্রি করত বরকত বল পুলিশের দাবি। জোধপুরের পুলিশ কমিশনার শচীন মিত্তল জানিয়েছেন, ইতিমধ্যে বরকতের সন্ধানে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় সে। শচীন বলেন, “বরকতকে খুঁজতে পুলিশের বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। বাড়ি থেকে তাকে পাওয়া না গেলেও রবিবার সেখান থেকে ৩৫ কিলোগ্রাম গান পাউডার এবং ৭টি মোবাইল উদ্ধার হয়েছে।” যদিও বরকত সম্পর্কে খুব বেশি তথ্য পুলিশের কাছে নেই বলেও জানান শচীন। তবে আদিল নামে এক ব্যক্তিকে বিস্ফোরক-সহ বরকতের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। জোধপুর পুলিশের হেফাজতে থাকা আদিলকে জেরা করে বরকতের সন্ধানের চেষ্টা চলছে।

অন্য বিষয়গুলি:

indian mujahideen terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE