Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বর্ধমানে আরও দুই জঙ্গি ডেরার সন্ধান পেল সিআইডি

খাস বর্ধমান শহরেই আরও দু’টি জঙ্গি ডেরার সন্ধান পেলেন সিআইডি-র গোয়েন্দারা। খাগড়াগড়ের বিস্ফোরণ-কাণ্ডের রহস্য উন্মোচনে গোয়েন্দারা যাঁকে পাওয়া সবচেয়ে জরুরি বলে মনে করছেন, বুধবার সেই কওসরের ডেরার সন্ধান পাওয়া গিয়েছে বলে তাঁদের দাবি। সিআইডি সূত্রে খবর, এ দিন বর্ধমান শহর লাগোয়া বাবুরবাগ এলাকায় যে দু’টি ডেরার সন্ধান পাওয়া গিয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ১৮:০৩
Share: Save:

খাস বর্ধমান শহরেই আরও দু’টি জঙ্গি ডেরার সন্ধান পেলেন সিআইডি-র গোয়েন্দারা। খাগড়াগড়ের বিস্ফোরণ-কাণ্ডের রহস্য উন্মোচনে গোয়েন্দারা যাঁকে পাওয়া সবচেয়ে জরুরি বলে মনে করছেন, বুধবার সেই কওসরের ডেরার সন্ধান পাওয়া গিয়েছে বলে তাঁদের দাবি।

সিআইডি সূত্রে খবর, এ দিন বর্ধমান শহর লাগোয়া বাবুরবাগ এলাকায় যে দু’টি ডেরার সন্ধান পাওয়া গিয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি। ফলে খাগড়াগড়ের বিস্ফোরণ-কাণ্ডে যারা জড়িত তারা যে বেশ আটঘাট বেঁধেই নেমেছিল সেটা গোয়েন্দাদের কাছে পরিষ্কার। তবে কওসরকে এখনও পর্যন্ত হাতে পাওয়া না গেলেও ধৃত দুই মহিলা রাজিয়া বিবি এবং আলিমা বিবির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র বের করতে চাইছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে এ দিন ওই দুই মহিলাকে কলকাতার ভবানী ভবনে সিআইডির সদর দফতরে নিয়ে আসা হয়।

খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডকে সামনে রেখে এ দিন ভবানী ভবনে সিআইডি-র আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি-র একটি বিশেষ দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE