বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের একটি পুকুর থেকে উদ্ধার হল এক রোগীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পান্না শেখ (২৫)। তিনি বর্ধমানের মিরছোবা গ্রামের বাসিন্দা ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রি মৃত ওই যুবক দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। যৌনাঙ্গে গভীর ক্ষত নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে শৌচাগারে যাওয়ার নাম করে হাসপাতালের বাইরে বেরিয়েছিলেন পান্না। তার পরে হাসপাতাল লাগোয়া একটি পুকুরে ঝাঁপ দেন। দেখতে পেয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীরা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিত্সকেরা পান্নাকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন হাসপাতালের ডেপুটি সুপার তাপস ঘোষ বলেন, “ বিষয়টি তদন্ত করা হবে। ওয়ার্ড ছেড়ে ওই যুবক কী ভাবে হাসপাতালের বাইরে বেরোলেন সে দিকটা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, এর আগে এ দিন সকালে একই পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ওই যুবক। হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে এলে তাঁরা তখনকার মতো নিরস্ত করেন ওই যুবককে।
রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে, মানসিক অবসাদের জেরে মাস তিনেক আগে ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গ কাটার চেষ্টা করে। এর পর থেকে মাঝে মাঝেই জখম পান্নাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হত চিকিত্সার কারণে। অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy