Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পাক ক্রিকেটার মহম্মদ হাফিজকে সাসপেন্ড করল আইসিসি

ফের বড়সড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। আজমলের পর এ বার হাফিজ। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য রবিবার পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজকে সাসপেন্ড করল আইসিসি। এ দিন আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বায়ো-মেক্যানিক পরীক্ষায় হাফিজের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে যে, বল ডেলিভারির তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে।

মহম্মদ হাফিজ। ছবি:এএফপি।

মহম্মদ হাফিজ। ছবি:এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ১৫:২১
Share: Save:

ফের বড়সড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। আজমলের পর এ বার হাফিজ। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য রবিবার পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজকে সাসপেন্ড করল আইসিসি। এ দিন আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বায়ো-মেক্যানিক পরীক্ষায় হাফিজের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে যে, বল ডেলিভারির তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। তার পরই নভেম্বরে ইংল্যান্ডের লাবোরোতে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হন তিনি।

এ দিনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আইসিসির ২.৪ ধারা অনুযায়ী বোলিং অ্যাকশন পাল্টে ফের আবেদন করতে পারবেন হাফিজ। ঘটনাচক্রে, ২০১৫-র বিশ্বকাপে ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তিনি। কিন্তু এ দিন আইসিসির সিদ্ধান্তে পাক ক্রিকেট দল ফের বিপাকে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার সইদ আজমলকে নির্বাসিত করেছিল আইসিসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে আইসিসি আজমলের বায়োমেক্যানিক পরীক্ষা করায়। দেখা যায়, তাঁর বোলিং অ্যাকশন প্রয়োজনীয় ১৫ ডিগ্রি ‘টলারেন্স লেভেল’ পেরিয়ে যাচ্ছে। তার পরই আজমলকে নির্বাসিত করে আইসিসি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE