Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজেও সূচি-বদল

টেস্ট সিরিজের পর এ বার ত্রিদেশীয় ওয়ান ডে-র সূচিও সামান্য বদলাল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে গোটা সিরিজ নয়, বদল ঘটেছে সিরিজের প্রথম দু’টি ম্যাচের ক্ষেত্রে। রবিবার রাতে পরিবর্তিত সূচি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪
Share: Save:

টেস্ট সিরিজের পর এ বার ত্রিদেশীয় ওয়ান ডে-র সূচিও সামান্য বদলাল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে গোটা সিরিজ নয়, বদল ঘটেছে সিরিজের প্রথম দু’টি ম্যাচের ক্ষেত্রে। রবিবার রাতে পরিবর্তিত সূচি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজি ওপেনার ফিল হিউজের আকস্মিক মৃত্যুতে আগেই টেস্ট সিরিজে রদবদল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ শেষ হবে আগামী ১০ জানুয়ারি। ফলে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের আগে ভারতীয় দলকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার জন্য কেবলমাত্র প্রথম দু’টি ম্যাচেই বদল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৬ জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পূর্বঘোষিত সূচিতে ওই দিন খেলার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার। এর দু’দিন পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ধোনিবাহিনী। পূর্বঘোষিত সূচিতে মেলবোর্নে ১৮ জানুয়ারির ওই ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়ার কথা ছিল।

তবে প্রধানমন্ত্রী একাদশের ম্যাচের দিন অপরিবর্তিতই রাখা হয়েছে বলে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। ১৪ জানুয়ারির ওই ম্যাচে খেলবে ইংল্যান্ডও। ত্রিদেশীয় সিরিজ ছাড়াও ১২ জানুয়ারির ট্যুর ম্যাচের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ওই দিন ভারতের বদলে এসিটি একাদশের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। ভারতের ট্যুর ম্যাচের দিন পরে জানানো হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, “খেলার দিন ক্ষণ এমন ভাবে বদলানো হয়েছে যাতে সিরিজে কোনও প্রভাব না পড়ে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE